লকডাউনের চতুর্থ দিনে চট্টগ্রাম।
ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
সারা বাংলাদেশ চতুর্থ দফা লকডাউনের চতুর্থ দিনে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায় গত দুই দিনের ছেয়েও ২৬ শে জুলাই, সোমবার প্রয়োজনে-অপ্রয়োজনে একাধিক এলাকায় জনসমাগম বেড়েছে ঐসব এলাকায় তেমন নজরদারি নেই। সরেজমিনে দেখা যায় চট্টগ্রামের নিউ মার্কেট, কোতোয়ালী মোড়, লালদীঘির পাড়, বক্সিররহাট পুলিশ ফাঁড়ি ,হাজারী গলি, জেনারেল হাসপাতাল ও দেওয়ান বাজার এলাকা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে কোতোয়ালী মোড় সিডি ভবনের সামনে দীর্ঘ লাইন ধরে টিসিবির পণ্য বিক্রয় হচ্ছে, অপরদিকে দেওয়ান বাজার ও হাজারী গল্লি এলাকায় জনসমাগম চোখে পড়ার মতো থাকলেও প্রশাসনের নজরদারি দেখা যায়নি।
Leave a Reply