সমসাময়িকঃ
আপনারা যারা নিজেকে চট্টগ্রামের আইডল, আইকন, জননেতা,মানব দরদী চট্টল রত্ন বলে নিজেকে জাহির করেন, উনাদের কাছে আমার প্রশ্ন আসলে কি আপনারা চট্টগ্রামকে মনে প্রাণে ভালবাসেন নাকি পদ পদবী নিয়ে চেয়ার ধরে রাখার জন্য রাজনীতি করছেন। সারা চট্টগ্রাম বাসি যখন সি আর বি তে হাসপাতাল নির্মাণের বিপক্ষে অবস্থান করছে তখন রেলওয়ের জি এম, মহাপরিচালক বিভিন্নভাবে চট্টগ্রাম বাসিকে নিয়ে তামাশা করছেন। একজন আমলা কিভাবে কুরুচিপূর্ণ আচরণ করতে পারে তা সি প্লাসটিভির ভিডিও ক্লিপ থেকে সারা দেশবাসি শুনতে পেয়েছেন। যিনি নাকি জনগণের দেওয়া ট্যাক্স থেকে বেতন পায় তার এত বড় সাহস হয় কিভাবে? তখন হয় যখন আপনাদের মতো নেতারা নাক, কান, মুখ বন্ধ রাখেন, সি আর বি হাসপাতাল হতে হলে চট্টগ্রাম বাসির লাশের উপর দিয়ে হবে। শুধু এই কথা গুলো জেনে রাখবেন যারা এই অপকর্মের সাথে জড়িত, একদিন ইতিহাসের পাতায় আপনাদের কে চট্টগ্রাম বাসি মীর জাফর হিসাবে আখ্যায়িত করবেন।
ডেপুটি গভর্নর
বাংলাদেশ মানবাধিকার কমিশন।
Leave a Reply