শহিদুল ইসলাম:
৪র্থ বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২১’ ২৮শে মার্চ যমুনা ফিউচার পার্কে বিকাল ৫টায় রেড কার্পেট দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন আ. স. ম. ফিরোজ এমপি (পটুয়াখালী-২) ১০ম জাতীয় সংসদের চীফ হুইফ। বিশেষ অতিথি ছিলেন ড. আলমগীর (ডিরেক্টর যমুনা গ্রুপ), হাবিবুর রহমান (ম্যানেজিং ডিরেক্টর ডায়মন্ড অটোমেটিক রাইস মিল), যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী ড. মিসবাউর রহমান (চেয়ারম্যান, দেশ ফাউন্ডেশন ইউকে ও চেয়ারম্যান, ব্রিটিশ বাংলাদেশি অ্যাওয়ার্ড), কামরুল ইসলাম (চেয়ারম্যান আমাদের আলোকিত সমাজ), ডা. এস চক্রবর্তী (চেয়ারম্যান এসপি হসপিটাল) রবি চৌধুরী (চেয়ারম্যান ফ্রেন্ডস ভিউ) সিরাজুল ইসলাম রুবেল (এমডি ফ্রেন্ডস ভিউ) রাজিব খান (সিইও ফ্রেন্ডস ভিউ) জনাব আরকে মন্ডল রবিন (এডভাইজার ফ্রেন্ডস ভিউ), বি এম রফিক, (এডভাইজার ফ্রেন্ডস ভিউ), পলাশ ইসলাম (এডভাইজার ফ্রেন্ডস ভিউ) আরো উপস্থিত ছিলেন সকল সাংবাদিক ও ফ্রেন্ডস ভিউ পরিবারের পক্ষে জয়, মেহেদি, আরিয়ান, রিপন, সোনিয়া, প্রিয়াঙ্কা, মনির, নিশাত, ওসামা, আব্বাস। উপস্থাপনায় ছিলেন নীল, রায়ান, সোনিয়া। ফ্যাশন কোরিওগ্রাফার সিহাব, ডান্স কোরিওগ্রাফার-অপূর্ব, ফ্যাশন ডিজাইনার-নাজমুল (পিসব), পরশিয়া (নাজাকাত), ফটোগ্রাফার ছিলেন জুয়েল রানা, মামুন। “ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২১” যারা পেলেন ১. শ্রেষ্ঠ চলচ্চিত্র-(মিশন এক্সট্রিম), আরেফিন শুভ, ঐশী, তাসকিন, পরিচালক-সানি সরওয়ার-ফয়সাল। ২. শ্রেষ্ঠ নাটক-(শিল্পী) আফরান নিশো, মেহজাবিন, পরিচালক মুহিদুল মুহিন। ফ্যাশন মডেল নাহিদ, মিতিলা, তানজিব সরোয়ার, আবরাল সাহির, ইভান শাহরিয়ার সোহাগ, তানজিল জনি, অমিত হাসান, নায়িকা কেয়া, নিরব, দীঘি, ডিজে সনিকা, নানজিবা খান, আদ্রিকা এ্যানি, অনুষ্ঠানে সম্মাননা প্রদান,অ্যাওয়ার্ড প্রদান, নৃত্য, ফ্যাশন শো দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply