এম,আনিসুর রহমান (বিশেষ প্রতিনিধি)
আবদুল মালেকের বিয়ের পিড়িতে বসার কথা ছিল মাত্র দুইদিন পর,চট্টগ্রামের হাটহাজারীর নিজ বাড়িতে চলছিল উৎসবের আমেজ,সদ্য দুবাই ফেরত মালেক কিনে এনেছিল প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গয়না হবু স্ত্রীর জন্য,কিন্তু এরই মধ্যে মালেকের ভাগ্যে নেমে এলো ঘোর অমানিশা,শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকার আরামবাগ থেকে একটি এসি বাসে উঠতেই তার পাশে এসে বসেন এক অচেনা ভদ্রলোক,যার আচার-আচরণ ছিল হাসিখুশি বন্ধুসুলভ,পরবর্তীতে বাসের সুপারভাইজার জানায় তাদের দেখে মনে হয়েছে তারা পূর্ব পরিচিত,কুমিল্লায় যাত্রাবিরতিকালে বাস থামলে সেই অচেনা ব্যক্তি বাস থেকে নেমে যায়,বিরতির নির্ধারিত ৩০ মিনিট পার হয়ে যাওয়ার পরও সেই যাত্রী ফেরত না আসলে বাস কর্মীরা লক্ষ করেন সিটে ঘুমন্ত মালেক অচেতন হয়ে পড়ে আছেন,কোন সাড়া শব্দ নেই,বাস চট্টগ্রাম পৌঁছলে মালেককে দামপাড়া কাউন্টারে নিয়ে অনেক চেষ্টায় জ্ঞান ফেরানো হয়,তখন সে বলে তার ব্যাগে থাকা ১৪ লাখ টাকার সোনার গহনা নেই,সম্ভবত বাসে মালেককে কৌশলে চেতনা নাশক কিছু খাইয়ে সেই সুযোগে তার সর্বস্ব হাতিয়ে নেওয়া হয়েছে। বিয়ের আনন্দের পরিবর্তে অন্ধকার নেমে আসে হতভাগ্য মালেকের পরিবারে,এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় তার পরিবার,তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Leave a Reply