1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬ সালকে ‘পরিবারের বছর’ হিসেবে ঘোষণা করলেন আমিরাতের রাষ্ট্রপতি অধ্যক্ষ হেলালীর পক্ষে কাজীরদীঘিতে জনতার ঢল—উঠান বৈঠকে জাগল পরিবর্তনের অঙ্গীকার এপেক্স ক্লাব অব চিটাগং-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৫ অনুষ্ঠিত কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনী ভাবনাঃ লেখা পাঠান এরশাদ উল্লাহকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার ২০২৫ উদযাপন বাঘাইছড়িতে হেফাজতে ইসলামের সম্মেলনও নতুন কমিটি গঠন সীতাকুণ্ডে অবৈধ কারখানা সিলগালা হাউস ক্যাম্পেইনে জনসংযোগে ব্যস্ত জামায়াতের মনোনীত চট্টগ্রাম-১১ আসনের আগামীর এমপি প্রার্থী জনাব শফিউল আলম

অধ্যক্ষ হেলালীর পক্ষে কাজীরদীঘিতে জনতার ঢল—উঠান বৈঠকে জাগল পরিবর্তনের অঙ্গীকার

  • সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১১নং দক্ষিণ কাট্টিল ওয়ার্ডের কাজীরদীঘি এলাকার হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উঠানে আয়োজিত এ সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাজীরদীঘি সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন,“চট্টগ্রাম-১০ আসনের জনগণ অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ন্যায় ও সত্যের পথে দাঁড়ালে জনগণই শক্তির উৎস হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই নির্বাচনে জনগণ অন্যায়ের শৃঙ্খল ছিঁড়ে মুক্তি চাইছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক।
তাঁরা বলেন, অধ্যক্ষ হেলালী একজন নির্লোভ, শিক্ষিত ও জনগণের প্রিয় নেতা। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-১০ আসনে পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হবে।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এডভোকেট শেখ জুবায়ের মাহমুদ, আবুল হাসেম চৌধুরী, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ নুরনবী, এমদাদুল হক, মোঃ নওশাদ ও মোঃ তুষার।

এসময় উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, নজরুল ইসলাম, আবু শাহাদাত শাহীন, মোঃ রুবেলসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে অধ্যক্ষ হেলালীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট