
সবচেয়ে লাভ জনক রেলপথ যেন যাত্রীদের চরম আতংকের? যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রতি মুহুর্তে প্রতিটি রেলওয়ে স্টেশনে ঘটছে নানা দূর্ঘনা দেখার যেন কেউ নেই। চট্টগ্রাম -কক্সবাজার রেল স্টেশন গুলো ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
প্রতিদিন গড়ছে ছিনতাই হামলাসহ নানান ঘটনা দেখার যেন কেউ নেই।
সাধারণ যাত্রীরা ঝুঁকি নিয়ে রেল ভ্রমণ করছে।
সন্ধ্যা ও ভোরবেলায় এ ঘটনা গড়ছে নিয়মিত স্টেশন এলাকায় নিরাপত্তা নেই বললেই চলে।
স্থানীয়রা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য রেলওয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
জানাযায় চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই ছিনতাইকারীদের হামলার শিকার হচ্ছে যাত্রীরা।
টিকেট কাউন্টার খোলার আগে অবস্থানরত যাত্রীদের মোবাইল ও টাকা পয়সা ছিনতাই হলেও দেখার যেন কেউ নেই।
রেল স্টেশনগুলো দ্রুত নিরাপত্তার আওতায় আনতে না পারলে আরও বড় দূঘর্টনা হওয়ার সম্ভবনা রয়েছে বলে দাবি করেন যাত্রী সাধারণ।
রেলযাত্রী মকসুদুর রহমান বলেন যেখানে রেল নিরাপদ নয়? সেখানে রেল স্টেশনগুলো কিভাবে নিরাপদ হবে? গতকয়েক দিন ধরে পটিয়া, সাতকানিয়া, দোল হাজারাসহ কয়েকটি রেল স্টেশন এ ছিনতাইকারীদের হামলায় গুরুত্বর আহত হয়েছে কয়েকজন যাত্রী।
রেল সড়কে পাথর নিক্ষেপ করে যাত্রীদের আহত ও অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করে আসছেন কিছু বখাটে।
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রেল কতৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ দরকার।
এ সব ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে রেল স্টেশন গুলোতে নিরাপত্তা বাড়ানো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ব্যাবস্তা নিতে চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যান পরিষদের পক্ষ হতে অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রাম–কক্সবাজার রেল স্টেশনে ছিনতাই ও হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হলে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন।
স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, আন্ডারপাস, প্রবেশদ্বারে স্থায়ী নিরাপত্তা
“ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে যাত্রীদের সচেতনতা বাড়াতে হবে
ট্রেন ছাড়ার আগে স্টেশনে নিয়মিত মাইকিং করে সকলকে সর্থক করতে হবে।
অসামাজিক কর্মকাণ্ড দমনে
স্টেশন এলাকার আশেপাশে ভাসমান লোকদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে
তদন্ত করে ব্যাবস্থা নিতে হবে।
রাতের বেলা স্টেশনের দেয়াল–ঘেঁষে বসা আড্ডাবাজ, মাদকসেবী দমন অভিযান পরিচালনা করতে হবে যাত্রী ও স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক প্রচার ও স্টেশন ভিত্তিক কমিটি গঠন করতে হবে তাহলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে।
লেখক: আলমগীর আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক
চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যান পরিষদ।
যুগ্ন সদস্য: সচিব পটিয়া সচেতন নাগরিক ফোরাম।
Leave a Reply