
মোহাম্মদ আলবিন (আনোয়ারা)চট্টগ্রাম
আনোয়ারায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে প্রায় সাড়ে নয়টার দিকে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে দেখেন জানালার গ্রিল কাটা, অফিসের ভেতর কাগজপত্র ছড়ানোা-ছিটানে। তখনই তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন।
এদিকে এ ঘটনায় ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া (২৯) বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হাসপাতাল বন্ধ করে স্টাফরা চলে যায়। পরদিন সকালে এসে দেখে গ্রিল কেটে চোরের দল হাসপাতালে চুরি করেছে।
অভিযোগে চুরি যাওয়া জিনিসের একটি হিসাব দেওয়া হয়। যার মধ্যে রয়েছে— ১টি এইচপি ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার, ১টি ডেক্সটপ কম্পিউটারের সিপিউ, ১টি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, ১টি এসার ব্র্যান্ডের ল্যাপটপ, ১৩টি লিনেভো ব্র্যান্ডের ট্যাব, ১টি সনি ব্র্যান্ডের এলইডি টিভি, ১টি সিসি টিভি ক্যামেরার ডিভিআর, ১টি সনি ব্যান্ডের ডিজিটাল ক্যামেরা এবং নগদ ২৫ হাজার টাকা।
যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া বলেন, চুরির বিষয়টি জানার পরপরই পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগও দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply