
নোয়াখালী প্রতিনিধি: মো. আবদুল আলী
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে এতিমদের জন্য নির্মিত নতুন ঘরের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার নায়েবে আমীর ও নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ সাহেব।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তিনি বলেন, এতিমদের আশ্রয় ও সেবায় এগিয়ে আসা আমাদের দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদেরও এ কাজে অংশ নিতে হবে।
সেনবাগে এতিমদের জন্য নির্মিত এ নতুন ঘর শুধু একটি আশ্রয়স্থল নয়; বরং সমাজে মানবিকতা, সহযোগিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইউসুফ, মোঃ ইসমাইল ও মাওলানা ইসমাইল মেহেদী প্রমুখ।
Leave a Reply