1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলায় দুজন গ্রেফতার সিমেন্ট ক্রসিংয়ে ‘ইউথ ইউনিটি রান”শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ আন্তর্জাতিক মানবাধিকার বাস্থবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন চট্টগ্রাম এর আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন

  • সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ পঠিত

ঈদগাঁও প্রতিনিধিঃ

সাংবাদিকতা একটি মহান পেশা । সংবাদ মাধ্যম কে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও ঝুঁকি সম্পর্কে সাংবাদিকরা নানান ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত তাদের সংবাদ মাধ্যমে তুলে ধরছেন।
রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়াচ ডগ হিসেবে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতাকে পুঁজি করে কোন অপকর্মে জড়িত হওয়া যাবে না। সংবাদ মাধ্যমে সঠিক বিষয় তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করে। নানা সংগঠনে সাংবাদিকরা বিভাজিত হলেও দিনশেষে তাদের একই পরিচয় হয়ে ওঠে সাংবাদিক। সাংবাদিকরা জীবন ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হন। তারা তাদের ক্ষুরদার লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি দেশ-বিদেশের পাঠক, দর্শক ও শ্রোতাদের কাছে কাছে তুলে ধরেন। প্রকৃতপক্ষে সাংবাদিকদের কোন বন্ধু ও শত্রু নেই। এলাকায় যখন যা ঘটে তা সততা, একনিষ্ঠতা ও আন্তরিকতার সাথে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাদের কাজ। সাংবাদিকদের মধ্যে বিভাজন কখনও কাম্য নয়। এতে প্রশাসন ও আমলারা সুযোগ পেয়ে থাকেন। সাধারণ মানুষদের কাছেও সাংবাদিকরা অপছন্দনীয় হয়ে ওঠেন। সুন্দর এ পেশাটিকে কলুষিত না করে জাতির কল্যাণে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত।

কক্সবাজারের ঈদগাঁও প্রেস ক্লাবের গৌরব, সম্মান ও সাফল্যের ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আমন্ত্রিত বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন ও আজিজুর রহমান রাজু যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠান শেষে বর্ষপূর্তির কেক কাটা হয়।
সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ শামসুল হক আজিজী, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি ও সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ, নেজামে ইসলাম পার্টি ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা নূরুল আবছার, ইসলামী আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক কারী মাওলানা রমজান আলী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলার সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমরানুদ্দীন, ঈদগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ নাজির হোছাইন।

এছাড়াও বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ, পশ্চিম গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানেই আলম আজাদ, গণ অধিকার পরিষদের ঈদগাঁও উপজেলা সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের ঈদগাঁও উপজেলার সাবেক সভাপতি মনছুর আলম, ছাত্র অধিকার পরিষদ ঈদগাঁও উপজেলার সভাপতি মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় অত্র প্রেস ক্লাবের তিনজন প্রতিষ্ঠাতা সদস্যকে। যারা বিভিন্ন সময় এ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন প্রাক্তন সিনিয়র সাংবাদিক এবং নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরওয়ার কামাল, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ও সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এম, শাহজাহান চৌধুরী শাহিন।
অনুষ্ঠানের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় অত্র প্রেস ক্লাবের আরো দু’জন প্রতিষ্ঠাতা সদস্যকে। তারা হলেন বি আর হাশেমী বদরু ও মাস্টার শাহজাহান সিরাজ।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ, অর্থ সম্পাদক ওসমান গনি (ইলি), সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু।
স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি সম্রাট জাহাঙ্গীর বাঙালী।
সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিকের প্রতিনিধি নুরুচছফা, ঈদগাঁও লাইন সার্ভিস পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বেলাল উদ্দীন সিকদার, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবু নোমান মোঃ মাসুদ রানা।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ- অর্থ সম্পাদক এম, ছরওয়ার সিফা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, মিডিয়া সম্পাদক মোঃ কাউছার উদ্দিন শরীফ, সদস্য এনামুল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট