
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভূঁইয়া থানায় ঘটে যাওয়া এক কোটি টাকার চাঞ্চল্যকর ডাকাতি মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মেহেদি হাসান ইমনকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলোনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গত ১৮ অক্টোবর ভোররাতে চানপুর এলাকার কামাল উদ্দিনের বাসায় ৪/৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭১.৫ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে, যার মোট মূল্য প্রায় এক কোটি সত্তর লাখ টাকা। এ ঘটনায় দাগনভূঁইয়া থানায় ডাকাতি আইনে মামলা হয়।
মামলার পর থেকেই র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করা হয় সন্দিগ্ধ আসামি ইমনকে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দাগনভূঁইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply