1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবের জিয়া ট্রি বা জিয়া গাছের ইতিহাস। বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা এপেক্স ক্লাব অব বোয়ালখালী কমিটি গঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কুমিল্লায় চার মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা। রাউজান পশ্চিম নোয়াজিষপুর ও দক্ষিণ নদীমপুর সমাজ কল্যাণ পরিষদ’র উদ্দ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাগমারায় জামায়াত নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি থাকবে না -ডাঃ বারী বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী মাহফিল দুবাই পুলিশের সম্মাননা পেল বাংলাদেশি আজিজ দীর্ঘ ৪৮ ঘণ্টা সীমাহীন দুর্গতির পর দুবাইয়ে আটকে পড়ার বিমান যাত্রীদের দেশে ফেরা হচ্ছে সীতাকুন্ডে আন্তঃ মাধ্যমিক স্কুল ফুটবল খেলায় সি সি সি উচ্চ বিদ্যালয়ের জয়লাভ

ক্লাসরুমের দেয়ালে পোড়া স্মৃতি -শাহিদা জাহান

  • সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৭ পঠিত

 

ঘষেমেজে পরিষ্কার হচ্ছে আগুনে পোড়া ক্লাসরুমগুলো। দেয়াল ধুয়ে মুছে ফেলা হচ্ছে সব দাগ, মেঝে থেকে তুলে ফেলা হচ্ছে ঝলসে যাওয়া মাংসের গন্ধ, রক্তের দাগ, ছেঁড়া হাড়গোড় আর সেই বেদনাময় চিৎকারের ছাপ। যেন কারও না দেখা যন্ত্রণা সরিয়ে ফেলা হচ্ছে ঝকঝকে এক ‘স্বাভাবিকতা’র ভেতর।

রোববার থেকে স্কুল খুলছে আবার, যেন কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক। শিশুরা ফিরবে বই হাতে, তাদের চোখে আবারও নতুন স্বপ্ন, স্কাই সেকশন, ক্লাউড সেকশনের শিশুরা। চিরচেনা বেঞ্চে বসে খুঁজবে তাদের চেনা পরিচিত বন্ধুদের প্রিয় মুখগুলো। তারা আর ফিরবে না কোনোদিন, বেঞ্চে পড়ে থাকবে শুধু পোড়া গন্ধ আর অজস্র পোড়া স্মৃতি।

কেউ আর কথা বলবে না, কেউ হাসবে না আর, নতুন করে বলবে না কোনো গল্প। শুধু বেঞ্চগুলোতে থেকে যাবে ঝলসে যাওয়া গন্ধ, নীরব নিস্তব্ধতা, একরাশ ভয় তাদের অন্তরে। এই ক্লাসেই তো একসাথে বসে পড়তো, গাইত গান, এই মাঠেই তো তারা দৌড়াতো, এই করিডোরেই টিফিন খেয়ে করতো হইচই।

আজ সেখানে নিঃশব্দ, নীরবতা, দেয়ালগুলো যেন কান্না চেপে রেখেছে ভিতরে। একেক মায়ের বুক ফাটা আর্তনাদ, এক পিতার নিঃশব্দ দাঁড়িয়ে থাকা। আজ তাদের অনেক প্রিয় বন্ধু নেই। তাদের হৃদয়েও আজ ফাঁকা নীরব শূন্যতা। নেই তাদের প্রিয় শিক্ষক। শিক্ষিকারাও চোখ তুলে তাকাতে পারেন না আগের মতো।

তবুও সময় পরিবর্তন নিয়মমাফিক শিশুরা আবার ক্লাসে ফিরবে। নতুন ক্লাস, নতুন সিলেবাস, হাসবে, খেলবে, গান গাইবে, ভুলে যাবে নতুন গল্পের ভিড়ে অনেক কিছু। পুরনো ভালোবাসা হয়তো চাপা পড়বে, পৃথিবী কারো জন্য থেমে থাকে না। মুখস্থ হবে ইতিহাস, ভুলে যাবে সবাই।

যে মা একবার ছুঁয়েছে তার সন্তানের পোড়া লাশ, যে ঠোঁট ছুঁয়েছিল আদরের সন্তানের নিথর কপাল, সে মা কি কোনোদিনও ভুলতে পারবে এই ইতিহাস? সে মা-বাবারা ঘুমোতে গেলে সন্তানের পোড়া গন্ধ টের পায়। চোখ বন্ধ করলেই আগুনের উত্তাপ দেখতে পায়। তার ঘর আলোকিত করা মুখটা আজ আর নেই, আসবে না কখনো, কোনোদিন।

এই ভুলে যাওয়ার পৃথিবীতে হারানোর যন্ত্রণা কখনো মুছে ফেলা যায় না। আদরের সন্তানগুলো পোড়া বেঞ্চের নিচে একটা খোলা বইয়ের পাতায় লেখা থাকবে তাদের এক-একটি অসমাপ্ত রঙিন স্বপ্নের লাইন চুপচাপ পড়ে থাকবে চিরদিন।

লেখকঃ কলামিস্ট ও প্রাবন্ধিক

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট