1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এপেক্স ক্লাব অব পটিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর আরা চাটগাঁইয়া হতা হই”— আঞ্চলিক ভাষার গর্ব নিয়ে বিশ্বমঞ্চে চাটগাঁ টিভি! দেশসেরা আইপি টেলিভিশনের স্বীকৃতি চট্টগ্রামের গর্ব-সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা সীতাকুণ্ড আসলাম চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোকান মালিক সমিতি লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন মানিকছড়িতে বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বান্দরবানে The Red July টিমের আহ্বায়ক কমিটি গঠন, জুলাইয়ের চেতনায় কাজ করার প্রত্যয়। দুবাইতে ঢাকার মাইলস্টোন ট্রাজেডির স্বরণে বাংলাদেশ প্রবাস ক্লাব ইউ এই এর শোক ও দোয়া মাহফিল। ইপিজেড-পতেঙ্গা এলাকায় সম্মিলিত প্রয়াসে যানজট নিরসন—নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিরা

গান ও কথা মালায় সুকণ্ঠ সঙ্গীত বিদ্যার্থী পরিষদের আত্মপ্রকাশ।

  • সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬১ পঠিত

“শুদ্ধ সংগীতে চিত্ত হোক বিকশিত ” শুদ্ধ সংগীতের চর্চা অব্যাহত রাখার প্রত্যয়ে ২৩ জুলাই বুধবার সন্ধ্যা ৭ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে গীতিকবি পঙ্কজ দেব অপুর লেখা ও সুব্রত দাশ অনুজের সুরারোপিত থিম সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন কন্ঠশিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ। সংগঠনের আহবায়ক অরুণ নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সঙ্গীত অনুরাগী প্রফেসর রীতা দত্ত, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত প্রযোজক পাপিয়া আহমেদ, গীতিকবি অধ্যাপক পঙ্কজ দেব অপু।
অতিথিদের উত্তরীয়, ফুল দিয়ে বরন করে নেন পরিষদের সদস্যরা। এরপর বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন পরিষদের আহবায়ক অরুণ নাথ।
বাচিক শিল্পী প্রবীর পাল এর সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব রাতুল বৈদ্য, শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহবায়ক মো লোকমান হোসেন, প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রীতা দত্ত বলেন অস্হির পৃথিবীতে শুদ্ধ সংগীতের চর্চা বর্তমান প্রজন্মের জন্য জরুরি। উদ্বোধক সুব্রত দাশ অনুজ বলেন সুকণ্ঠ সংগীত বিদ্যাপীঠের নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের একটি প্ল্যার্টফর্ম হয়েছে, যা ভবিষ্যত প্রজন্ম অনেক কিছু শিখতে ও জানেত পারবে।বাংলাদেশ বেতারের সঙ্গীত প্রযোজক পাপিয়া আহমেদ বলেন গুণী শিল্পী সুব্রত দাশ অনুজ এর ছাত্র-ছাত্রীরা দেশ বিদেশে সঙ্গীতাঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এরকম গুরুর সানিধ্যে পাওয়া ভাগ্যের ব্যাপার। গীতিকবি অধ্যাপক পঙ্কজ দেব অপু বলেন বিগত পয়ঁত্রিশ বছর ধরে আমার লেখা সুব্রত দাশ অনুজ’র সুরারোপিত গান এপার বাংলা ওপার বাংলা শিল্পীরা করেছেন। বিদ্যার্থী পরিষদের আহবায়ক অরুণ নাথ সভাপতির বক্তব্যে বলেন বিদ্যার্থী পরিষদ এর ২৫০-৩০০ নিবন্ধিত সদস্য রয়েছে সবার সহযোগিতায় সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। আগামীতে জাতীয় ও বিভিন্ন অনুষ্ঠান গুলো করার ইচ্ছা পোষন করেন এবং যারা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। ঢাকায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের সুস্হতা কামনা করা হয়।
আলোচনা পর্বের পরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিল্পী মহিমা দেব,স্নেহাশ্রী চৌধুরী ও সেঁজুতি দাশের কণ্ঠে দেশাত্মবোধক ‘সুন্দর সূর্বণ তারুণ্য লাবণ্য। এরপর শিল্পী শ্যামলী পাল গেয়ে শোনান অতুল প্রসাদের ‘শ্রাবণ ঝুলাতে বাদল রাতে ‘ যা দর্শকদের আবেগ ছুঁয়ে যায়। পরের পরিবেশনা ছিল নজরুলের ‘চঞ্চল শ্যামল এলো গগনে’ শিল্পী ছিলেন জয়শ্রী ধর, অদিতি বিশ্বাস ও অনন্যা চৌধুরী, যেটি ছিল প্রাণবন্ত পরিবেশনা। এর পর আধুনিক, শিল্পী অনিন্দিতা ভট্টাচার্য,’ও বারে বারে পোড়া বাঁশি’ সুন্দর পরিবেশনা। দ্বৈত পরিবেশনায় শিল্পী তন্দ্রা সিংহ ও নিলাদ্রী সেন গুপ্ত। ‘শাওন রাতে যদি ‘ শিল্পী প্রিয়ম বিশ্বাস ও ঋতু সাহা ‘তুমি আমার প্রথম সকাল ‘ পরের শিল্পী কৌশিক দত্ত ও শ্রাবন্তী ধর ‘যে প্রেম স্বর্গ থেকে এসে ‘, সব গানই ছিল প্রশান্ত সুর আর আবেগের দোলা।একে পর এক মুগ্ধ করেন শিল্পী প্রমা অবন্তী “ভুলিতে পারিনা তারে ‘,পরের শিল্পী দীপান্ত ভট্টাচার্য, ‘আমার বাংলাদেশের একতারা সুর, পরের শিল্পী সমাপ্তি বড়ুয়া, ‘ কবিতা পড়ার প্রহর এসেছে’, এরপর শিল্পী অনিক দাশ রিন্টু, ‘এমন তো প্রেম হয়’,এবং রীতিশা চৌধুরী পুনম,’ মেঘ তুমি বৃষ্টিকে বলো ‘, আধ্যাত্মিক গান পরিবেশন করেন শিল্পী ঊর্বশী চক্রবর্তী, ‘ ত্বরিতে বাসনা থাকে’,শিল্পী নিবেচিতা সাহা, ‘ হেলায় হেলায় দিন বয়ে যায়, পরের শিল্পী প্রণয় ধর ‘কে বা জাগে কে বা ঘুমায়। চমৎকার পরিবেশনা ।আবৃত্তি পরিবেশনায় ছিলেন লিটন কান্তি সরকার যিনি শব্দ চয়ন ও ছন্দময় উপস্থাপনায় শ্রোতাদের নান্দনিক উচ্চতায় নিয়ে যান। যন্ত্র সঙ্গীতে ছিলেন নিখিলেশ বড়ুয়া (কিবোর্ড),রণী চৌধুরী (অক্টোপেড), প্রীতম আচার্য (তবলা), পলাশ আচার্য ( ঢোলক), প্রাণেশ্বর ভট্টাচার্য (বাঁশি), তম্ময় বড়ুয়া ( বেইজ গিটার), বিজয় দাশ( লিড গিটার)। অনুষ্ঠানে পরিষদের উপদেষ্টা মন্ডলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সঙ্গীত প্রেমীরা উপস্থিত ছিলেন। দর্শক- শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, রাত ১০.৩০ টা পর্যন্ত গানে গানে সবার মন ভরিয়ে দেন সুরের মায়াজালে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট