1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুফি সাধক কবি আলী রজা কানু শাহ (রাহঃ)-এর হস্তলিপি : মরমী দর্শনের আধ্যাত্মিক দলিল -সোহেল মো. ফখরুদ-দীন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যো‌গে চট্টগ্রাম বিভাগে কর্মসূচির সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  বিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত লক্ষ্মীপুরে প্রশাসনের অভিযানে ভেজাল খাদ্যে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা। ডাকসু নির্বাচন ভিপি পদে ৪৫, জিএস ১৯ প্রার্থী, ভোটার ৩৯,৮৭৪। সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত। ঢাকা বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক। মোবাইল নিয়ে বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশংকাজনক

চট্টগ্রামের আনোয়ারায় হাসপাতালে ডাক্তার না থাকায় রোগীদের চরম দুর্ভোগ

  • সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬১ পঠিত

মোহাম্মাদ আলবিন,আনোয়ারা, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলাবাসীর কোনো কাজে আসে না। এখানে প্রায়ই সময় ডাক্তার থাকেনা বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে বেহাল দশায় চিকিৎসা। উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে আসা রোগীরা হরহামেশাই পড়ছেন চিকিৎসা বিহীন দুর্ভোগে। সেবা নিতে আসা রোগীরা বহির্বিভাগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বসে থেকেও পাচ্ছেন না ডাক্তারদের দেখা।

সরেজমিনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়,  স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার উপস্থিত আছেন। সকাল থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রোগীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই ক্লান্ত ও হতাশ। গরমে অসুস্থদের অবস্থাও আরও খারাপ হয়ে উঠছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে থাকলেও চিকিৎসকের দেখা মিলছে না। সকাল ১১ টা বেজে গেলেও ডাক্তার না আসায় ভোগান্তিতে পড়েন রোগীরা।
চিকিৎসা সেবা দিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা কাছে অভিযোগ করে বলেন, সেই কখন থেকে হাসপাতালে দাঁড়িয়ে আছি ডাক্তার নেই। তারা রোগী দেখছেন নিজেদের খেয়াল খুশির মতো।

চিকিৎসা সেবা নিতে আসা মোঃ কামাল (৫৫) জানান, আমি সকাল ৯টায় বুকের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছি। এখন ১১টা বাজে, কিন্তু এখনও কোনো ডাক্তারকে দেখতে পাইনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে আমি খুবই অস্বস্তি অনুভব করছি।

বিলকিস আক্তার (৪৮) নামের এক নারী জানান, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো ডাক্তার আসেননি। আমার হাঁটুতে ব্যথা রয়েছে, তাই বেশি সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে।

এ অবস্থায় অনেক রোগী বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেই প্রয়োজনীয় ওষুধপত্রও। ভুক্তোভোগীরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ডাক্তাররা আসছেন। ওয়াশরুমে গেছে।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর প্রশাসনিকভাবে নানা পরিবর্তন আনা হলেও আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট