
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতা–২০২৫”।
দিনব্যাপী এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও ক্রীড়া ক্লাবের শতাধিক তরুণ কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে তরুণদের প্রাণশক্তি, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের এক অনন্য মেলবন্ধন ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বিপিএম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, যিনি সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। প্রতিযোগিতা পরিচালনা করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিহান কাজী কাউসার আহমেদ।
“খেলাধুলার বিকল্প নেই”—বক্তব্যে কমিশনার হাসিব আজিজ বলেন—“তারুণ্যই জাতির সবচেয়ে বড় সম্পদ। খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সাহস ও আত্মবিশ্বাস শেখায়। কারাতে এমন একটি খেলা, যা তরুণদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি তাদের নৈতিকভাবে দৃঢ় করে তোলে। আজকের তরুণরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে—তাদের সুস্থ বিকাশে খেলাধুলার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়া ও সংস্কৃতি কার্যক্রমের বিস্তার জরুরি। এ কারণেই সিএমপি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে।”
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম বলেন,“কারাতে কেবল প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতা শেখায়। যারা নিয়মিত কারাতে চর্চা করে,তারা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”“চট্টগ্রামে সিএমপি’র এই আয়োজনে দেখিয়ে দিয়েছে পুলিশ কেবল আইন রক্ষায় নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও কতটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।”
চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিয়াজ মোহাম্মদ খান বলেন, “আমরা চাই প্রতিটি তরুণ শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে
উঠুক। কারাতে সেই শক্তির পথ দেখায়। সিএমপি কমিশনার কাপ এখন শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার একটি জাতীয় প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।”
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও অভিভাবকরা। তরুণ খেলোয়াড়দের উদ্দীপনায় পুরো দামপাড়া পুলিশ লাইন্স ছিল উৎসবমুখর।
উল্লেখ্য, তরুণ সমাজকে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ পথে এগিয়ে নিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ “তারুণ্যের উৎসব” কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার সূচনা করে। প্রতিবছর এ আয়োজন চট্টগ্রামের তরুণদের মধ্যে ক্রীড়াচেতনা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখছে।
Leave a Reply