
স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহর নাম চূড়ান্ত করা হয়েছে।
চট্টগ্রামের অন্যান্য আসনের মধ্যে চট্টগ্রাম-১ এ নুরুল আমিন, চট্টগ্রাম-২ এ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ এ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ এ মীর মোহম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ এ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ এ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ এ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এ মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ এ সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
তবে চট্টগ্রাম-৩, ৬, ১১, ১৪ ও ১৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
Leave a Reply