আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য ছাত্রনেতা নাহিদুল আলমের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, শাহাদাত হোসেন, নাহিদুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দিন, পৌর ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাউল হক সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিকালে বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং মধ্যম পাড়া জামে মসজিদে ছাত্রনেতা নাহিদুল আলমের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ নাহিদুল আলমের নেতৃত্বগুণ, শিক্ষাবান্ধব উদ্যোগ এবং সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এমন উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।
Leave a Reply