
নিজস্ব প্রতিবেদক :
নগরীর জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের চলতি শিক্ষাবর্ষের অর্ধ বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বাদে মাগরিব শিক্ষা পরিচালনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ ফুরকান হুসাইন ও মাওলানা হামেদ ফরিদের সঞ্চালনায় এবং শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্য রাখেন জামেয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ। এতে জামেয়ার সিনিয়র ও বিভাগীয় দায়িত্বশীলগন বক্তব্য রাখেন।অনুষ্ঠানের ১ম পর্বে নবনিযুক্ত পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহকে ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে প্রতি ক্লাসের ১ম-২য়-৩য় স্থান অধিকারীসহ সর্বোচ্চ মার্কপ্রাপ্তদের এওয়ার্ডসহ মোট ৩০০ শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়।
Leave a Reply