মোহাম্মদ জাবেদ, মন্ট্রিয়ল, কানাডা
কানাডা মন্ট্রিয়ল শহরে ৬৬৬,সেরব্রোক, টিম হর্টন্স স্টোরে এক বর্ণাঢ্য অনুষ্টানের মধ্যেদিয়ে গত ১৬জুলাই’২০২৫ তারিখ সকাল ৬.০০টা থেকে রাত ১২.০০টা পর্যন্ত চিলড্রেন ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের উৎসব শুরু হয়। এইদিনে ধারনা করা হচ্ছে সমস্ত কানাডা জুড়ে টিমহর্টন্স এর মালিকেরা তাদের আজকের দিনে সমস্ত কফি বিক্রি ১৩ মিলিয়ন ডলার ফাউন্ডেশনে দান করে দিবেন। মন্ট্রিয়লে পরিচিত মূখ, বিশিষ্ট ব্যবসায়ী,মানবিক ব্যাক্তিত্ব জনাব সানু আলম ও তাই করছেন এবং তিনি ব্যাক্তিগত ভাবে বাংঙ্গালী কমিউনিটির পক্ষ থেকে টিম হর্টন্স ফাউন্ডেশন ক্যাম্পের মাধ্যমে টিম হর্টন্স ক্যাম্প ডে-২০২৫ উপলক্ষে চিলড্রেন ফাউন্ডেশন কানাডাকে ২৫০০০ ডলার অনুদান প্রদানকরে বাঙ্গালী কমিউমিটিতে মহৎ আরেকটা কাজের ভিক্তি স্থাপন করলেন।
এই টাকা সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের তরুণদের তাদের সম্ভাবনা আবিষ্কার করতে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। টিম হর্টন্সের ক্যাম্প ডে’র এটাই আসল শক্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম হর্টন্সের ডাইরেক্টর জেনারেল ক্যুইবেক জনাব বেনোয়েট ভিনদিমিয়ান, চিলড্রেন ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মিস ম্যাগি দুসেন, রিজিওনাল মার্কেটিং ডাইরেক্টর জনাব মেথিউ সেন্ট কির, আলম গ্রুপের চেয়ারম্যান জনাব সানু আলম, ভাইস চেয়ারম্যান জনাবা রুমু বড়ুয়া, পরিচালক সুমন আলম (ম্যানি), পরিচালক সূবর্ণা আলম (শীতল), জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন, ম্যানেজার রোকসানা, ম্যানেজার সারলি, ম্যানেজার মে, আরো উপস্থিত ছিলো টিম হর্টন্স মেম্বার্স আয়শা , সামির, আমিরা, সাবরিনা , মোহাম্মদ জাবেদ, জুয়েল দেবনাথ, সুজন , ফটিক চন্দ্র বর্মন , রেজাউল করিম , শরীফ ইকবাল, রাব্বি চৌধুরী প্রমুখ।
Leave a Reply