1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

“নতুন বাংলাদেশ গড়তে চাই”— মিরসরাইয়ে সাগুফতা বুশরার নেতৃত্বে এনসিপির গণসংযোগে সাড়া

  • সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) আয়োজিত দিনব্যাপী গণসংযোগ ও প্রচার-প্রচারণা কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও মিরসরাইয়ের মেয়ে সাগুফতা বুশরা মিশমা।

মিরসরাই সদরের কলেজ রোড থেকে শুরু হয়ে কর্মসূচিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম, মহল্লা ও জনবহুল এলাকায় বিস্তৃত হয়। দিনভর চলা এই প্রচারে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

“আপনাদের দুঃখ-কষ্ট আমার নিজের বলেই মনে হয়”স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের এক পর্যায়ে সাগুফতা বুশরা মিশমা বলেন, “আমি আপনাদেরই সন্তান। আমার শিকড় এই মিরসরাইয়ে। আপনাদের সুখ-দুঃখ আমার ব্যক্তিগত অনুভবের মতো। আপনাদের পাশে থাকার, কাজ করার এবং পরিবর্তন আনার জন্যই আমি রাজনীতিতে এসেছি। ইনশাআল্লাহ, সব সময় পাশে থাকবো।”

তিনি আরও বলেন,“জনগণের আশা-আকাঙ্ক্ষাকে
সম্মান করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ, মর্যাদাবান ও আত্মবিশ্বাসীভাবে বাঁচতে পারবে।”

কর্মসূচিতে এনসিপির পক্ষ থেকে ‘নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার’ শিরোনামে লিফলেট বিতরণ করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। ইশতেহারে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন, কল্যাণমুখী অর্থনীতি, নতুন সংবিধান ও নাগরিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়।

“আমরা কেবল সরকার নয়, রাষ্ট্রের কাঠামো বদলাতে চাই। গণতন্ত্র, ন্যায়বিচার ও কল্যাণভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা নেমেছি। আসুন, আমরা সবাই মিলে ৭১ ও ২৪শে মার্চের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।”

দিনভর চলা এ গণসংযোগে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই现场েই এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় দোকানদার, কৃষক, শ্রমিক ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন দলের নেতারা।

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে মিশে গিয়ে দলটির লক্ষ্য ও বার্তা পৌঁছে দেন। সারাদিনজুড়ে মিরসরাইয়ের রাস্তাঘাট, হাট-বাজার, পাড়া-মহল্লা ছিল এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে মুখরিত। রাজনৈতিক অঙ্গনে এনসিপির এ কর্মসূচিকে মিরসরাইয়ে নতুন ঢেউ হিসেবে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট