বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর নিজ গ্রামে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্রের স্মৃতিসৌধে এপেক্স ক্লাব অব পটিয়ার শ্রদ্ধা নিবেদন।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৩ গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, প্রীতিলতা ট্রাস্টের পরিচালক পংকজ চক্রবর্তী, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, ফ্লোর মেম্বার, এডিটর,ডিস্ট্রিক্ট-৩ এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, প্রভাষক এপে. ফারুক আহমেদ রাজু, সাংবাদিক ফারুকুর রহমান বিনজু,এরশাদ প্রমুখ।
এ সময় এপেক্স ক্লাব অব পটিয়ার নেতৃবৃন্দ বৃটিশ বিরোধী আন্দোলনের সাহসী নারী পটিয়ার কৃতি সন্তান বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতির কথা স্মরণ করেন এবং তার স্মৃতিময় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply