
ভ্রাম্যমাণ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে মিরসরাই উপজেলার আবুতোরাব প্রফেসার কামাল উদ্দিন চৌধুরী কলেজে ৫ পাঁচ শতাধিক ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পূর্ণ হয়েছে।
উক্ত আয়োজনে ৫ শতাধিক ছাত্র ছাত্রী বিনামূল্যে নিজেদের মূল্যবান রক্তের গ্রুপ’টি জেনে নিতে সক্ষম হয়েছে।
উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবসার উদ্দিন মহোদয় উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, আদর্শ ব্লাড ব্যাংক এর সম্মানিত এডমিন, সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি, আদর্শ মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম,
আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সহ অর্থ সম্পাদক তানভীর,মেহেদী হাসান, স্বেচ্ছাসেবী আকুল দে, সাহেদ আলী, রেড ক্রিসেন্ট এর সদস্য, কবিতা প্রমুখ।
রক্ত দিন জীবন বাঁচান
মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে এই স্লোগান কে বুকে ধারণ করে অত্র সংগঠন এগিয়ে যাচ্ছে এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ও দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে, উল্লেখ আদর্শ ছাত্র ও যুব সমাজ ৩৩ জন্য অসহায় এতিম মেয়ের বিয়ের আয়োজন সহ সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।
অত্র সংগঠন সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে বিগত পাঁচটি বছর, এর ধারাবাহিকতায় টানা দুই দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে।
Leave a Reply