1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে প্রাণ দিলেন যুবক শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত স্বাধীনতার পর থেকে আ.লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি – এ্যানি। দেশীয় অস্ত্রসহ শাকিল ও সহযোগী আটক—অভিযানে উদ্ধার এলজি ও গুলি সীতাকুন্ডে উপজেলা প্রশাসন চন্দ্র নাথ ধাম পরিদর্শন বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম ছড়া আড্ডা ২০২৫ অনুষ্ঠিত ফাতেমা সুইটসকে এক লাখ টাকা জরিমানা জমি সংক্রান্ত বিরোধে জেরে পিতা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্র উদ্ধার শুদ্ধ রাজনীতির প্রতীক : ভাষাসৈনিক মাওলানা আহমুদুর রহমান আজমী

প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত।

  • সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

নানা আয়োজনের স্কুলের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি রবিবার স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। শীক্ষার্থীদেরকে দেশের ঐতিহ্যের সঙ্গে দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়।

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনায় বিশ থেকে পঁচিশটি স্টল সাজানো হয়েছে নানা
পিঠার ওপরে লেখা ছিল পরিচিতি নাম। নামগুলোও বেশ বাহারি। শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে ঘুরে জেনেছে আবহমান বাংলার প্রচলিত এবং নতুন নতুন পিঠা সম্পর্কে।নকশি, চিতই, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল, ইলিশ পিঠা, চুটকি, মুঠি, জামদানি, হাড়ি পিঠা, চাপড়ি, পাতা পিঠা, ঝুড়ি পিঠা রস গোলাপ ও কেকসহ অর্ধশতাধিক পিঠাপুলি।নানারকম পিঠা সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি স্কুলের শিক্ষার্থীরা

পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি মন মাতানো সংগীত ও নৃত্যের ছন্দে নেচেছে কোমলমতি শিশুরা। স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীরা নৃত্যসহ মন-মাতানো গান পরিবেশন করেছে। পুরো স্কুল ক্যাম্পাস রূপ নিয়েছিল অনিন্দ্য মিলনমেলায়।

প্রথম শ্রেণির শিক্ষার্থী ইন্না তাবাচ্ছুম তানসিম জানায়, ‘বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ ক্লাস নেই। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি, বিক্রি করছি। এতে আমাদের খুব আনন্দ হচ্ছে।

মায়ের সঙ্গে পিঠা উৎসবে আসা এক শিক্ষার্থী নাজিবা বলেন, ‘এখানে এসে আমরা অনেক আনন্দ পেয়েছি। নতুন নতুন পিঠার স্বাদ নিতে পেরে অনেক ভালো লেগেছে।তানসিম নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলে অনেক সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক রকম পিঠার সঙ্গে পরিচিত হলাম, নতুন নতুন পিঠা খেলাম। অনেক ভালো লেগেছে।

প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আমজাদ হোসাইন বলেন,ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন বাহারী পিঠার মাধ্যমে মেহমান আপ্যায়নের যে ঐতিহ্য, তা চট্টগ্রাম শহরের শিশুরা যেন ভুলে যেতে বসেছে। অন্যদিকে ফাস্টফুড খাওয়ায় তাদের স্বাস্থ্যহানী ঘটছে।এই আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা কিছুটা হলেও এসব ঐতিহ্য সম্পর্কে জানতে ও ধারণ করতে পারবে বলে আমরা মনে করি।’

প্রতিষ্ঠান পরিচালক ও কর্ণধার
ইঞ্জিনিয়ার হোসাইন মুরাদ,বলেন,বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধের সমষ্টি শিক্ষা প্রতিষ্ঠান এটি। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আমরা শিক্ষামূলক ও ক্রিয়েটিভ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট