
ফটিকছড়ি দক্ষিণ ধর্ম পুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে আগামী ২২ ডিসেম্বর ২০২৫ (সোমবার) দিনব্যাপী হাজী মোশারফ আলী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম বিল ময়দানে পবিত্র ফাতেহা এ ইয়াজ দাহুম উদযাপন উপলক্ষে ৩৬ তম বার্ষিক বিশাল সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাআত মজলিস-এ সুরা সদস্য পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌল্লাহ (মু,জি.আ),
আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী (মু,জি,আ), সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন আত তাহেরী সহ আরো বহু উলামায়ে কেরামগন উপস্থিত থাকবেন।
সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৫ ডিসেম্বর শুক্রবার বাদে মাগরিব পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এ কে এম বখতিয়ারের সভাপতিত্ব ও মওলানা শহিদুল্লাহ কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়
এতে আলোচনা অংশ নেন,
উপদেষ্টা মওলানা শফিউল আজম, মওলানা আবদুল মন্নান আনসারী, ‘নুরুল ইসলাম মানিক’, মুহাম্মদ আবদুল্লাহ, রফিকুল আলম জমির, ফটিকছড়ি’ মওলানা সরোয়ার আলম কাদেরী, মাওলানা কাজী কুতুবউদ্দিন রজভী, উপস্থিত ছিলেন ছালে জাহাঙ্গীর, জাহাঙ্গীর কন্টেন্টার, ওমর ফারুক আমান, ডা: আহমেদ শরীফ মানিক, রবিউল হুসাইন রবি মুন্সি, ইকবাল হোসেন, ব্যাংকার জাহেদ আসিফ ও মজাহারুল ইসলাম রিয়াদ প্রমুখ। সভায় আগামী ২২ ডিসেম্বর সোমবার ৩৬ তম বিশাল সুন্নী সমাবেশে সফল করার জন্য সকল সুন্নী জনতা প্রতি আহবান জানানো হয়।
Leave a Reply