নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
ফ্যাসিবাদ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ আয়োজন করেন।
অনুষ্ঠানে বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ.এম. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, নুরুল কবির, ইলিয়াছ চৌধুরী, জাহাঙ্গীর আলম মাস্টার, জসিম উদ্দিন চৌধুরী, কাজী কামাল উদ্দিন, দুলা মিয়া মেম্বার, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, মফিজুর রহমান, এডভোকেট আনোয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম, আবুল মনসুর, হাজী মুসা, জাহাঙ্গীর আলম খোকন, খালেক সওদাগর, হাছি মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ন আহবায়ক আমির হাসান জুয়েল, পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন ও সাবেক সদস্য সচিব সাইফুল রেজাসহ যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘একবছর আগে দেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছিল, যা ফ্যাসিবাদী সরকারের পতনের পথ তৈরি করে দেয়। যত বাধাই আসুক, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে।’
Leave a Reply