আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি মোঃ আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply