1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জনির মৃত্যু। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা চট্টগ্রামে অপরাধ অনুসন্ধান পত্রিকার ৭ম বর্ষপূর্তি: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি পটিয়ায় কচুয়াই নতুন বাড়ি ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বুড়িগঙ্গা নদী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে ০৪ জনের মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আমতলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব বার আউলিয়া’র সেলাই মেশিন বিতরণ এপেক্স ক্লাব অব চিটাগাং এর সেলাই মেশিন বিতরণ

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৬ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি :

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহযোগিতায় এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় ও মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। প্রতিযোগিতায় মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার-ইন-চার্জ মোঃ হুমায়ুন কবীর, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন মীর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু অংজিং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্র সেন চাকমা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নব শংকর চাকমা, স্বরনিকা চাকমা ও কনি চাকমা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিকতার চর্চায় অভ্যস্ত হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, একজন শিক্ষার্থী যদি শৈশব থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ভবিষ্যতে সে সৎ নাগরিক ও ন্যায়নিষ্ঠ নেতা হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দুর্নীতি প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চেতনা সৃষ্টিতে বড় অবদান রাখবে।

সভাপতি বাবু ভদ্র সেন চাকমা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির লক্ষ্য হলো দুর্নীতিবিরোধী আন্দোলনকে গণমানুষের চেতনায় রূপ দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের উদ্যোগেই একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে।
প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট