
আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাসিক আইন শৃঙ্খলা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা’র অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, বাঘাইছড়ি প্রেস ক্লাবের প্রতিনিধি ও সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পূজা মণ্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন থাকবে এবং টাইফেড টিকার রেজিস্ট্রেশন ও প্রদান, ইভটিজিং, বাল্যবিবাহ, চোরাচোলান সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিরোধ করার নিয়ে আলোচনা করেন।
Leave a Reply