1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ জেলা বি এন পি সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ১১ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টায় আটক সৎ পিতা প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপিত হলো রবীন্দ্র জয়ন্তী। নাইক্ষ্যংছড়িতে পুলিশের ডেবিল হান্ট অভিযানে আটক- ২ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার ব্যানারে বাইশারীতে উত্তাল বিক্ষোভ বাঘাইছড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি তাঁদের জন্য -আবদুল মামুন (ফারুকী) পটিয়া থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলায় পলাতক আসামী গ্রেফতার চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবসের বিশেষ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২ পঠিত

প্রতিনিধিঃ আনোয়ার হোসেন
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন মল্লিক (৪৭) কে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

শুক্রবার (৯ই মে) বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২৬শে আগস্ট স্বেচ্ছাসেবক দলের একটি সমাবেশে হামলার ঘটনা ঘটে। ঐ হামলার ঘটনার সাথে জড়িত মদন মল্লিক সরাসরি জড়িত ছিলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর, চলতি বছরের ৯ই মার্চ বাঘাইছড়ি থানায় ওই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ০১/০৯-০৩-২৫)।

মামলাটি দায়ের করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাবিব আল হাছান, পিতা: হাসান আলী। মামলায় মদন মল্লিককে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

উক্ত মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মোট ১২টি ধারা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে— ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৫/১০৯/১১৪/৩৪/৫০৬(২)। এই ধারাগুলোর মধ্যে রয়েছে অবৈধ জামায়েত, আঘাত, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ক্ষতিসাধন এবং জীবননাশের হুমকিসহ একাধিক অভিযোগ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান,”মদন মল্লিক বাঘাইছড়ি থানার ৩৭নং খেদারমারা ইউনিয়নের র্নিমল মল্লিকের ছেলে। তিনি একজন রাজনৈতিক নেতা হলেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিগত সরকারের আমলে তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানির ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে।
তিনি আরও বলেন, “গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও ব্যক্তির সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে।” গ্রেফতারকৃত আসামিকে আজ (৯ই মে) সকালে রাঙ্গামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে এবং বাঘাইছড়িতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট