আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার এর নেতৃত্বে সাথে সহকারী পরিচালক সহ একটি বি টাইপ টহল দল আনুঃ দুপুর ১ ঘটিকায় মারিশ্যা তুলাবন এলাকার বৃষকেতু চাকমার সেগুন বাগানে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দলদ পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ১৪২.৭৬ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ২,৮৫,৫২০/- (দুই লক্ষ পচাশি হাজার পাঁচশত বিশ) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply