
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি বাঘাইছড়িতে চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর একটি সফল অভিযানে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে রাত ৯টার দিকে এই অভিযানটি শুরু হয়। টহল চলাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি দলের উপস্থিতি আঁচ করতে পেরে তাদের বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে Elegance ব্র্যান্ডের ৭০ কার্টুন এবং Win ব্র্যান্ডের ৫০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে দেখা যায়, এতে মোট ৭০০ প্যাকেট Elegance এবং ৫০০ প্যাকেট Win সিগারেট ছিল। জব্দকৃত এসব সিগারেটের সিজার মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান।
Leave a Reply