আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধি:
রাংগামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সফল অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানযোগ্য আগর কাঠ জব্দ করা হয়েছে। গত ৭ জুলাই ২০২৫ তারিখ, মারিশ্যা ব্যাটালিয়নের অধীন প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আল মাহমুদ খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টের পাশ্ববর্তী এলাকায় ফাঁদ পাতা হয়।
অভিযানের একপর্যায়ে তিনটি মোটরসাইকেল ঘটনাস্থলে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। তবে মোটরসাইকেল আরোহীরা ধাওয়া খেয়ে সঙ্গে থাকা চার বস্তা আগর কাঠ ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত আগর কাঠের ওজন হয় ১৮৫ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৫৫ হাজার টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগর কাঠ একটি দামী ও সুগন্ধিযুক্ত বনজ সম্পদ, যা অবৈধভাবে পাচারের প্রবণতা রয়েছে। এ ধরনের কার্যক্রম রোধে বিজিবি’র এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে।
Leave a Reply