1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়মিত জামায়াতে নামাজে উৎসাহ: উত্তর গোমদণ্ডী মসজিদে দুই শিক্ষার্থীকে পুরস্কার চট্টগ্রামে ক্লাউডকোর অ্যাকাডেমির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ফুলেরহাসি স্কুলের ফলাফল, আলোচনা ও শীতবস্ত্র বিতরণ চকবাজার শাহী জামে মসজিদে দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ১৪ আসনে জসিম উদ্দিনের প্রার্থীতা বাতিল ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন যন্ত্রশিল্পী সংস্হার গুণী শিল্পী -নতুন কুঁড়ি বিজয়ী ও কৃর্তি শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৫৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ আরব আমিরাত নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা। সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন-এ- প্রথমদিন আজ ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাথে সিলেট জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ পঠিত

মোঃ আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাসিক সমন্বয় সভায় কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বাবুলের সঞ্চালনায় উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার শাহিন আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ।এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উক্ত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভার উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে শুধু মুখস্ত বিদ্যা দিয়ে গড়ে তুললে হবে না। শিক্ষার উদ্দেশ্য কি জানতে হবে শিক্ষার উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠা এবং তাদের মধ্যে সততা থাকে অপরকে সম্মান করারমত মন মানসিকতা থাকতে হবে এবং শিক্ষার্থীরা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে ও ছাত্র ছাত্রীর মধ্যে উৎসাহিত করতে হবে। সেই সাথে সাথে তাদের মধ্যে বড় হওয়ার স্বপ্নটা দিয়ে দিতে হবে একদিন বড় হয়ে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে ম্যাজিস্ট্রেট হবে কিংবা পুলিশ হবে সেনাবাহিনীতে যাবে এটা এখন থেকে তাদের মধ্যে অল্প অল্প করে তাদেরকে এই স্বপ্নটা দেখাতে হবে। স্বপ্নগুলো ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন থেকে আপনারা তৈরি করে দিবেন। শিক্ষকের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত যে শিক্ষার্থীরা কোন কোন বিষয় বেশি গুরুত্ব দিবে। যেমন, আর কিছু বেসিক বিষয় থাকে, বাংলা, ম্যাথ, ইংলিশ এ বিষয়গুলো এখন থেকে তুলতে হবে এবং বিজ্ঞানমনস্ক করে ওদেরকে গড়ে তুলতে হবে এখন থেকে ওদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। কারণ এখন হচ্ছে বিজ্ঞানের যুগ। শিক্ষার মান উন্নয়ন,আধুনিক শিক্ষা পদ্ধতি গ্রহণ, শিক্ষার্থীদের নৈতিকতা ও সৃজনশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত সমস্যা সমাধান, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষক-অভিভাবক সুসম্পর্ক স্থাপন করতে হবে।
‎সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট