আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা শ্রমিক দল। গত ২২ আগস্ট ২০২৫ তারিখে জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কবির ইসলাম (কবির) ও সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এই কমিটির অনুমোদন করেন।
অনুমোদিত কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বলেন, “আমাকে দায়িত্ব দেওয়ায় জেলা শ্রমিক দলের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। সংগঠনকে ঐক্যবদ্ধ করে আরও শক্তিশালী ও সক্রিয় করার চেষ্টা করবেন। তাঁর বিশ্বাস, নতুন কমিটির মাধ্যমে শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিক সমাজ উপকৃত হবে।”
সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন বলেন, “শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ে আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করব। দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবার মতামত নিয়েই কাজ করা হবে।”
সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন বলেন, “আমরা সম্মিলিতভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। কমিটিকে শক্তিশালী করে বাঘাইছড়িতে শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল করা হবে।”
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তারা সর্বদা মাঠে থেকে কাজ করবেন।
Leave a Reply