আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনসহ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন সহ পৌর শ্রমিকদলের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এছাড়াও জিয়া পরিবারের অন্যান্য সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।
Leave a Reply