নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
বোয়ালখালী পৌর সদরে যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় ৫ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, পৌর সদরের সড়ক ও ফুটপাতে যত্রতত্র গাড়ি রেখে জন দুর্ভোগ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর দায়ে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহনে আইনের সংশ্লিষ্ট ধারায় ৫জনকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য সতর্ক করা হয়।
Leave a Reply