রাজধানীর উত্তরার মাইলস্টোন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং ১৬৪ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২, সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১, কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিহত ২,উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২, উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফটি-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বেলা সোয়া ১টার সময় কোন কিছু বুঝে না উঠার আগেই বিম
Leave a Reply