মোঃ শেখ ফরিদ মিরসরাই।
মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের ভাবির দোকান এলাকা থেকে শনিবার দিবাগত রাতে সিম বিক্রি শেষে বড়তাকিয়া এলাকায় যেতে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন এক তরুনী। কিছুদূর যাওয়ার পর আগে থেকে যোগাযোগ সাপেক্ষে চরশরত এলাকার মাঝামাঝি স্থানে অপর সিএনজিচালক আব্দুল আজিজও (২৫) সিএনজিতে উঠেন। পরবর্তীতে সিএনজিচালক তরুনীকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নতুন ৩০০ ফিট রাস্তার দক্ষিণ পাশে বেপজা গেটের কাছে রাস্তার পাশে আব্দুল আজিজ তরুনীর গলায় ছুরি ধরে প্রাণে মারার ভয় দেখিয়ে প্রথমে আব্দুল্লাহ এবং পরে আব্দুল আজিজ মিলে পালাক্রমে ধর্ষণ করে। আসামিরা তরুনীকে ভয় দেখিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সিএনজি চালক আব্দুল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার সিএনজি চালক (৬ নং) ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকার ছাদেক আলী মাঝি বাড়ির মরহুম আবুল কালামের ছেলে। এ ঘটনায় আব্দুল আজিজ নামে একজন পলাতক রয়েছে। সে একই এলাকার ছালেক মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। অভিযুক্তরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন।
ওইদিকে, ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইছাখালী গ্রামে শুক্রবার রাতে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান জলদাশ নামে একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিশান ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের প্রদীপ জলদাশের ছেলে। ওই শিশুর ঘরে কেউ না থাকার সুবাদে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply