আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার (১ মে) উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড করলিয়ামুরা বটতলী বাজার শ্রমিক সংগঠনের উদ্যোগে বটতলী বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শ্রমজীবী মানুষের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ ছৈয়দ নূর বয়ানী’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বাবু অংমিও থোয়াই রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত নেতা বাইশারী বহুমুখী রাবার কল্যাণ সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারানির্যাতিত শ্রমিক নেতা মোহাম্মদ আলী, যুবনেতা মোঃ মনির উদ্দিন, ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহেল, আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোছাইন প্রমুখগণ।
প্রধান অতিথি বক্তব্যে বাইশারী বহুমুখী রাবার কল্যাণ সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদ বলেন বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকারের প্রতীক। সরকার শ্রমিকবান্ধব নানা পদক্ষেপ নিয়েছে। আমাদেরও উচিত শ্রমিকদের প্রতি সম্মান ও ন্যায্য মজুরি নিশ্চিত করা।”
উক্ত সভায় সভাপতির বক্তব্যে মো. ছৈয়দ নূর বলেন, “বাইশারীতে শত শত শ্রমজীবী মানুষ রয়েছে, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই সমাজকে এগিয়ে নিচ্ছে। তাদের কল্যাণে আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।”
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বক্তারা উপস্থিত থেকে মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মধ্যে গণভোজের আয়োজন করা হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Leave a Reply