1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে নির্মিত হলো ‘ভালো থেকো ছায়া’ শিরোনামে অমিত প্রেমের কবিতা চিত্র || উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীতাকুণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন “ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা

রাউজানে ২৩৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

  • সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ পঠিত

মোঃকায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজান উপজেলায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ বছর উপজেলায় সর্বমোট ২৩৩টি পূজা মণ্ডপে দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপিত হচ্ছে সর্বত্র।

পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে আনসার বাহিনী নিয়োজিত থাকছে এবং সার্বিক সহযোগিতা করছে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ। পাশাপাশি পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা শক্তি, সাহস, ন্যায় এবং মাতৃস্নেহের প্রতীক দেবী দুর্গাকে কেন্দ্র করে পালিত হয়। হিন্দু পুরাণ মতে, মহিষাসুর বধের মধ্য দিয়ে দেবী দুর্গা অন্যায়ের ওপর ন্যায়ের এবং অসত্যের ওপর সত্যের জয় প্রতিষ্ঠা করেন। সেই স্মরণেই প্রতি বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।

দেবী দুর্গা হিন্দু ধর্মগ্রন্থে “আদি শক্তি” হিসেবে বর্ণিত। দশভুজা রূপে তিনি অসুর বধ করলেও অন্তরে তিনি মা—স্নেহময়ী ও মঙ্গলময়ী। তাঁর বাহন সিংহ সাহস ও শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস, দেবীর আরাধনার মাধ্যমে জীবনে অশুভ শক্তি দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।

ভক্তরা দেবীকে আহ্বান জানান বিশেষ মন্ত্রে—
“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।। ”

শারদীয় দুর্গোৎসবের মূল বার্তা হলো শান্তি, সম্প্রীতি ও মঙ্গল। রাউজানের পূজা মণ্ডপগুলোতে ভক্তরা প্রার্থনা জানাচ্ছেন— জগৎজননী মা দুর্গা যেন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সকলের জীবনে শান্তি, ন্যায় ও আনন্দ বয়ে আনেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট