1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না, সেনাসদর। বোয়ালখালীতে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ডে নিখোঁজের একমাস পর সিএনজি চালকের কংকাল উদ্ধার পটিয়া হযরত ইমাম হাসান হোসাইন (রঃ)স্মৃতি সংঘ নতুন কমিটি ঘোষণা রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাবেক সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন সরকারের পিএসসি সদস্য মনোনীত হওয়ায় কিডনি রোগী কল্যাণ সংস্থার শুভেচ্ছা মেধাবী মুখ – ফেরদৌসী রহমান সুমি শ্যামনগর খোলপেটুয়া চরে ভাঙ্গন রোধকল্পে অফদা কর্তৃপক্ষের কর্মকাণ্ড। চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয় কমিটি গঠিত।

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ

জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ বিকাল ৪ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বঃ করেন জেলা প্রশাসক ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

এসময় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে রাঙামাটি পার্বত্য জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত। অনুমোদিত এ্যাডহক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ১৪ (৩) অনুসরণে নিম্নরূপে নির্দেশক্রেমে ২৭ মে-২০২৫ ইংরেজি তারিখের প্রজ্ঞাপন এবং ১৯ জুন-২০২৫ ইংরেজি তারিখ জাতীয় ক্রীড়া পরিষদ সচিব (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, নির্মল বড়ুয়া মিলন, আবু সাদাত মো. সায়েম, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ), হৃদয় চাকমা ও জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব হারুন অর রশিদ।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের ২৭ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখের প্রজ্ঞাপন এর সার্কুলার মোতাবেক সভাপতির অনুমতিক্রমে সহযোগিতা পরামর্শের জন্য সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন হওলাদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক এড. মামুনর রশিদ মামুন, জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সহসভাপতি রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক আবুল বাসেত অপু,ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, ছাত্র প্রতিনিধি ও রাঙামাটি সরকারি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল এবং জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব আব্দুল করিম লালু প্রমুখ।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভার আলোচ্য সূচি: পরিচিতি পর্ব,খেলোয়াড় হোস্টেল নির্মাণ সংক্রান্ত, দোকান ভাড়ার চুক্তি নবায়ন ও পুকুর লীজ সংক্রান্ত, জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এবং বিবিধ।

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অংশিজন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হাসানের নেতৃত্বে এ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর হাতে ফুল দিয়ে জেলার খেলোয়াড়দের পক্ষ থেকে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটিকে অভিনন্দন জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট