1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়’স লেকের ত্রাস ‘কিরিচ আজাদ’ অবশেষে ধরা আবারও রক্তাক্ত রাউজান: দূর্বৃত্তের গুলিতে নিহত যুবদলকর্মী লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের উদ্যোগে সাত শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানা শাখার বাৎষরিক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম থেকে পালিয়ে গাজীপুরে আজাদ, পাহাড় ঘেঁষে লুকিয়ে রুবেল—র‌্যাবের হাতে দুই পলাতক ডাকাত গ্রেফতার স্বৈরাচারী প্রশংসকরা এখন বেহেশতের টিকিট দিচ্ছে: মোস্তাক আহমেদ খাঁন বাবার মৃত্যু রহস্য! -লায়ন মোঃ আবু ছালেহ্ নাট্যকর্মীদের নাট্যচর্চার মধ্যে দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে- নাট্যজন শেখ শওকত ইকবাল সীতাকুণ্ডে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের উদ্যোগে সাত শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

  • সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩১ পঠিত

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে ৭ ‘ শ রোগীর চিকিৎসা সেবা চিকিৎসা সেবা প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। শনিবার সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত ছোট কুমিরা এস এ চৌধুরী ইনস্টিটিউটে সেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৪’ শ জন রোগী কে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ২’শ জনকে ডায়াবেটিস পরীক্ষা এবং ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে । এছাড়া সানি ও নেত্রনালীতে সমস্যা আক্রান্ত ৬০ জন চক্ষু রোগীকে আগামী ২৫শে নভেম্বর ২০২৫ তারিখ সম্পূর্ণ ফ্রিতে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন হবে।
চিকিৎসা ক্যাম্প শেষে লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু (PMJF) বলেছেন, মানুষের জন্য কাজ করাই লায়নিজমের মূলমন্ত্র, তাই লায়ন্স ক্লাবগুলো অক্টোবর মাসে সারাদেশে বিভিন্ন সেবা কার্যক্রম করে থাকে। এর মাধ্যমে উপকৃত হচ্ছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষও। পৃথিবীতে যতদিন লায়নিজম থাকবে ততদিন এই মানব সেবার কার্যক্রম অব্যাহত থাকবে।

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সাবেক প্রেসিডেন্ট ও গভর্নর এডভাইজার লায়ন নূরুল আবসার চৌধুরীর সভাপতিত্বে উক্ত সেবা কার্য পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন (MJF), কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন মির্জা আকবর আলী চৌধুরী খোকন, রিজিয়ন চেয়ারপারসন (ওয়ান) লায়ন নিশাত ইমরান, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন গিয়াস উদ্দিন, জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা। ক্লাব সেক্রেটারি লায়ন মুহাম্মদ আবুল হাসনাত, জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাশেদ, ক্লাব ট্রেজারার লায়ন নুরখান, জয়েন্ট ট্রেজারার লায়ন আরাফাত ইলাহী, লিও কো-এডভাইজার লায়ন রায়হান উদ্দিন, তিনি সকল লিওকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য ধন্যবাদ প্রদান করেন। সামনে প্রোগ্রামগুলোকে এভাবে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান।
উক্ত প্রোগ্রাম আরো উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও হোসেন মোহাম্মদ ইমরান নিকসন , জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও দেলোয়ার হোসেন, জোন ডিরেক্টর ইফতিয়াজ উদ্দিন ইফতি, প্রেসিডেন্ট এডভাইজার লিও জিয়াউল হক আরিফ, রিজিয়ন ডিরেক্টর লিও জামিল আল ফয়সাল, জোন ডিরেক্টর লিও আল হাসনাত মিনহাজ, ক্লাব প্রেসিডেন্ট ইসতিয়াক বিন ইমাম, ভাইস প্রেসিডেন্ট লিও ইকবাল হোসেন ইমন, লিও জাহাঙ্গীর আলম বাবলু, লিও আবু সুফিয়ান, ট্রেজারার লিও তানভীর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট