মোঃ শফিকুল ইসলাম
রংপুর প্রতিনিধি:
স্ত্রীকে মাদক কেনার জন্য টাকা না দেয়ার কারণে লালমনিরহাটের শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মাদ হাসানুর রশীদ নিজ অফিস কক্ষে স্ত্রী সেলিনা বেগম কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
এ ঘটনাটি ধরা পড়ে অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্ত্রী সেলিনা বেগমের (৩৩তম বিসিএস ক্যাডার) বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী স্বামী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত স্ত্রী সেলিনা বেগম কালচারাল অফিসারের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করছেন এবং একপর্যায়ে টেনে বাইরে নিয়ে যাচ্ছেন। এ সময় তিনি স্বামীর গলা চেপে ধরার চেষ্টা করলে, পাশে থাকা এক কর্মচারী এসে তাকে উদ্ধার করেন।
বরিশাল জেলার কোতয়ালি থানার মৃত হারুনুর রশীদের ছেলে মোহাম্মাদ হাসানুর রশীদ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পূর্ব সুবিদখালী এলাকার মৃত কাঞ্চন আলী গোলদারের কন্যা সেলিনা বেগমকে (বিসিএস ক্যাডার) প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন।
হাসানুর রশীদ জানান, সেলিনার সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় তার। বিয়ের পর জানতে পারেন, স্ত্রী অতীত জীবনে একাধিক বিয়ের সাথে জড়িত এবং সে প্রতিনিয়ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন।
তিনি অভিযোগ করেন, স্ত্রী নিয়মিতভাবে তার কাছ থেকে মাদক কেনার টাকা বিভিন্ন কৌশলে আদায় করতেন যে কারণে মাদকাসক্ত হয়ে পড়েন।
এছাড়া, প্রকাশ্যে ধূমপান ও অপকর্মে লিপ্ত থাকার অভিযোগও করেন তিনি।
তিনি আরও জানান, স্ত্রীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে সম্পর্কের অবনতি ঘটলে তাকে তালাকের কাগজ পাঠানো হয়। এরপরই ৩ আগস্ট স্ত্রী তার অফিসে এসে তাকে ফেনসিডিল এনে দিতে বলেন।
স্বামী তাতে রাজি না হলে অফিস কক্ষে তার ওপর হামলা চালান স্ত্রী। গায়ের শার্ট ছিঁড়ে ফেলেন এবং দেয়ালে ধাক্কা দিয়ে মাথায় আঘাত করেন। চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টাও করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তালাক না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন স্ত্রী।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুন্নবী জানান, স্ত্রী কর্তৃক জেলা কালচারাল অফিসারের ওপর নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থলে ৬ মিনিটে দৈর্ঘ্যের
একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply