1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যারিস্টার নাজিরের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: ভিসি পাটোয়ারী স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে গৃহকর্তার আত্মহত্যা সীতাকুণ্ডে উৎসবে থাকবে ১৪৫ প্রকারের ফুল – জেলা প্রশাসক কক্সবাজারে শতাধিক মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে ডেন্টাল চেকআপ। চট্টগ্রা‌মে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা, ভূমিকা ও চ্যালেঞ্জ। -আলমগীর আলম বাঘাইছড়িতে মারিশ্যা জোন ২৭ বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরছে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার নবীণ বরণ অনুষ্ঠান সম্পন্ন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে ছাত্র,শিক্ষক, অভিভাবকদের অবস্থান কর্মসূচীও মানব বন্ধন অনুষ্ঠিত।

  • সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৭৯ পঠিত

আ‌মিনুল হক রিপনঃ

শিক্ষা প্রতিষ্ঠান ১৩ জুন খোলার সিদ্বান্ত বহাল রাখা ও বন্ধ কালীন ট্যাক্স মওকুফ ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তা প্রদানের দাবীতে গত ৯ জুন বুধবার দূপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করেছে ছাত্র, শিক্ষক, অভিভাবক ফোরাম।
অধ্যক্ষ জিনাত আরা খানম তারার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অধ্যাপক মো খুরশীদ আলম, অধ্যাপক এ,কে,এম নুরুল বশর সুজন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, লায়ন আমিরুল হক,অধ্যক্ষ আবু তাহের,,লায়ন হুমায়ুন কবির, লায়ন শফিকুর রহমান চৌধুরী, লায়ন কবিরুল ইসলাম, মিসেস লুবনা হুমায়ুন, ডি,আই এম জাহাঙ্গীর আলম, আবছার উদ্দিন চৌধুরী, আমিনূল হক রিপন, মোস্তফা রেজাউল মুনির, মো রফিকুল ইসলাম এডভোকেট মো হামিদ উল্লাহ , সাংবাদিক হাসান মুকুল, অভিভাবক -সোনিয়া আজাদ,ছাত্র -মো সাকিব প্রমুখ।
মঈনুদ্দীন কাদের লাভলুর পরিচালনায় সভায় বক্তারা বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৬ বার বৃদ্ধি করে ১২ জুন ২০২১ পর্যন্ত ১৫ মাস ধরে বন্ধ রয়েছে। ২০২০ সালে অটোপাশ দিয়ে সকল শ্রেণির শিক্ষার্থীদের প্রমোশন দেওয়া হয়েছে । কিন্তু পাঠ্যবইয়ের শিক্ষা অর্জন ও শ্রেণী কার্যক্রমের অভাবে শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ হয়ে পড়েছে । শিক্ষার্থীরা সামাজিক অস্থিরতা,বাল্য বিয়ে ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে। বর্তমানে কোভিট-১৯ সম্পর্কে জানা, বুঝা, নিয়ন্ত্রণে রাখা, মোকাবেলা করা, সংক্রমণের ঝুঁকি কমে আসা এবং টিকা দানের ফলে দেশ নিরাপদ অবস্থানে রয়েছে । এক্ষেত্রে ৭৫ শতাংশ শিক্ষার্থী স্কুলে ফিরতে চায়। দেশের সমীক্ষা অনুযায়ী ৬৯ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন কারণে অনলাইন শিক্ষা বঞ্চিত হচ্ছে। শ্রেণিকক্ষে শিক্ষা দান ব্যাহত হওয়ায় সমাজে অস্থিরতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এবং প্রজন্মের শিক্ষা অর্জন ধ্বংস হয়ে যাচ্ছে। অনলাইনে ক্লাস অসফল, মোবাইল গেমস আসক্তিতে শিক্ষার্থীদের ক্ষতি ,দূটি শিক্ষাবর্ষ বিনষ্ট,শত শত কিন্ডারগার্টেন বন্ধ হয়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষকরা বেতন বিহীন মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ছাড়া শিক্ষাকে বাঁচানোর কোন বিকল্প নাই। বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সহায়তা প্রদানের জন্য বরাদ্দ রাখা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চালু করে শিক্ষা ক্ষেত্রে জাতির সমূহ ক্ষতি থেকে রক্ষার আহবান জানান। সভায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করায় সকলকে ধন্যবাদ জানানো হয়।
এজন্য বন্ধের সিদ্ধান্ত বর্ধিত না করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৩ জুন থেকে খুলে দেওয়ার আহবান জানান। বক্তারা ছাত্র শিক্ষক ও অভিভাবকদের আবেদনে সাড়া দিয়ে দেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে শিক্ষাদান এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট