নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জোটপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পার হওয়ার সময় এক শিশু দৌড়ে আসলে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। শিশুটি শারীরিক প্রতিবন্ধী বলে জানা গেছে। আহতরা পোপাদিয়া সৈয়দপুর থেকে উপজেলার দিকে যাচ্ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুজা দে জানান, চালক জুয়েল দাশ (৩০) মাথা ও মুখে আঘাত পাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আরোহী বোরহান (২২) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
Leave a Reply