
মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ৮ নং পাথরীঘোনা বড়ুয়া পাড়া শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিতে সাংবাদিক বাচ্চু বড়ুয়াকে সভাপতি এবং সাংবাদিক অনুপম বড়ুয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুকুল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুজা বড়ুয়া, অর্থ সম্পাদক শিশির বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক উদয়ন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ুয়া এবং মহিলা সম্পাদিকা হন মিতা বড়ুয়া।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পান মানিক ধন বড়ুয়া ও মানিক লাল বড়ুয়া।
শিশির বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নতুন কমিটি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করবে এবং শাখার সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply