
এই যুগের বাস্তব জীবনে চলাফেরা যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। সমাজে এখন এমন এক সময় চলছে, যখন প্রায় সবার চেহারাই এক রকম—হাসিমুখ, ভদ্র ব্যবহার, মিষ্টি কথা—কিন্তু সেই মুখের আড়ালে লুকিয়ে থাকে নানা রকম চিন্তা, স্বার্থ আর প্রতারণা।
আজকের দিনে কে ভালো আর কে খারাপ—তা বোঝা সত্যিই এক কঠিন কাজ। যাকে বিশ্বাস করা হয়, সেও অনেক সময় বিশ্বাসঘাতকতার মুখোশ পরে দাঁড়িয়ে থাকে। বন্ধুত্বের আড়ালে থাকে প্রতারণা, ভালোবাসার নামে থাকে মিথ্যা অভিনয়।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন সমাজের মূল্যবোধের অবক্ষয় এবং আত্মকেন্দ্রিক জীবনের ফল। মানুষ এখন নিজ স্বার্থে এতটাই ডুবে আছে যে, অন্যের সুখ-দুঃখ, ভালো-মন্দ আর তেমন ভাবায় না।
এখনকার যুগে অনেকেই নিজের স্বার্থ রক্ষায় মিথ্যার আশ্রয় নেয়, অভিনয় করে ভালো মানুষের ভূমিকায়, অথচ অন্তরে থাকে ভিন্ন হিসাব। সমাজে এমন মানুষের সংখ্যাই দিন দিন বেড়ে চলেছে। ফলে সাধারণ মানুষের পক্ষে কার ওপর ভরসা রাখা উচিত—তা নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ, এই পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধ, সততা ও আত্মসমালোচনাকে জাগ্রত করাই একমাত্র পথ। কারণ, আল্লাহভীতি ও নৈতিকতা থাকলে মানুষ নিজের চরিত্রে সত্যতা ধরে রাখতে পারে, সমাজেও ফিরে আসে বিশ্বাস ও নিরাপত্তা।
সময় যতই আধুনিক হোক না কেন, মানুষের আসল পরিচয় তার চরিত্রে। তাই এখন প্রয়োজন মুখ নয়, মন চিনে চলার শিক্ষা।
Leave a Reply