
মোহাম্মদ আলবিন স্টাফ রিপোর্টার
নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এই পরিপত্রে সাংবাদিকদের সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
পরিপত্রে জানানো হয়েছে, এবার সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য আবেদন করতে হবে অনলাইনে। সাংবাদিকরা https://pr.ecs.gov.bd/ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। অনুমোদন মিললে নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত কিউআর (QR) কোডযুক্ত পরিচয়পত্র ও স্টিকার ডাউনলোড এবং মুদ্রণ করা যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি এই কিউআর কোড স্ক্যান করে কার্ডের যথার্থতা যাচাই করতে পারবেন।
পরিপত্রে উল্লিখিত প্রধান দিকগুলো হলো:
সরাসরি প্রবেশ: বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
আইনি সুরক্ষা: গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী, যদি কোনো ব্যক্তি সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিককে বাধা দেন, শারীরিক ক্ষতি করেন বা সরঞ্জাম (ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি) ভাঙচুর করেন, তবে তিনি অপরাধী সাব্যস্ত হবেন এবং যথাযথ দণ্ডে দণ্ডিত হবেন।
নিরাপত্তা বেষ্টনী: ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কাজে সহায়তা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য থাকবে।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব: কেন্দ্রের ভেতর সাংবাদিকরা যাতে অবাধে ও নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করবেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার।
ইসি জানিয়েছে, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের স্বার্থেই এই নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতিপ্রাপ্ত সাংবাদিকরা স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রেখে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে স্থান সংকুলান ও সুষ্ঠু পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply