
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা ২৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় পার্ক ভিউ হাসপাতালের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, পুলিশ ব্যুরো ইন্টেলিজেন্স (পিবিআই) এর এএসপি আবু জাফর মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান স্বপন, ডাঃ মোঃ সালাউদ্দিন এমএউএইচ চৌধুরী, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, মানবাধিকার সংগঠক রাজনীতিবিদ আনিসুল ইসলাম চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আবছার উদ্দিন অলির সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কামাল পারভেজ, আমাদের আলোতিক সমাজের চেয়ারম্যান এআর মুহাম্মদ কামরুল ইসলাম। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসুফ খান, এড. প্রতাপ পাল, আকির্টেড আসিবুর রহমান, আওরঙ্গজেব স¤্রাট, মোরশেদ আলম, রোজি চৌধুরী, সালমা বেগম। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সামাজিক সংগঠনের ১২০ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। বক্তারা বলেন, আজকের এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালায় মানুষ নিজের ও অন্যের জীবন রক্ষায় সচেতন ও দক্ষ হয়ে উঠবে। একটি মানবিক ও নিরাপদ সমাজ গঠনে এ প্রশিক্ষণ নিসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply