সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপি নেতা জহুরুল আলম জহুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যার দ্বারা বিএনপি নেতার মানহানীর চেষ্টা করা হয়। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পর থেকে পোস্ট নিয়ে সোচ্চার হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর।
তিনি বলেন, ফেইসবুক আইডি হ্যাকিং করে বিভ্রান্ত মূলক পোস্ট প্রচার করা হয়েছে। উত্তর জেলা বিএনপির সদস্য হিসেবে সব সময় সত্য, ন্যায় ও দলের আদর্শে অবিচল থেকেছি। সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিটিং/ হ্যাক করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।
এ ধরনের অপপ্রচার দিয়ে রাজনৈতিক আদর্শকে দমিয়ে রাখতে পারবে না। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে চায়, তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।
নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ, অপপ্রচারে কান না দিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকুন।
সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই, ইনশাআল্লাহ।
Leave a Reply