সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুর ১২ টায় টেরিয়াইল উচ্চ বিদ্যালের সম্মুখে দুর্ঘটনা ঘটে। স্কুল ছাত্র ফাহিম ৯ ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী অজ্ঞাত গাড়ি স্কুল ছাত্রকে চাপা দেয়। এ সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থালে ছাত্রের মৃত্যু হয়। পরে মৃত দেহ উদ্ধার করে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় স্থানীয়রা।
এ বিষয়ে কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাকির রাব্বানী বলেন, রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম মুখী পিক আপ ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্র মারা যায়। খবর পাওয়ার আগে মৃত দেহ পরিবার নিয়ে যায় বলে জানান তিনি।
Leave a Reply